ভিক্টোরিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাক্তনদের পুনর্মিলনী

পুনর্মিলনী করেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন ‘ডিইউ ফ্যামিলি ভিক্টোরিয়া’।

মিতা চৌধুরী, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 08:36 AM
Updated : 21 Oct 2019, 08:36 AM

শনিবার সন্ধ্যায় ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের টার্নেট রাইজ প্রাইমারি স্কুলের হলরুমে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দর্শনের প্রাক্তন ছাত্রী নাদিরা সুলতানা নদী ও ইতিহাসের প্রাক্তন ছাত্রী রওনক রাব্বানী সুবর্ণা। 

স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও সভাপতি নুরুল ইসলাম খান। মূল বক্তব্য দেন অধ্যাপক সলিমুল্লাহ খান।

সলিমুল্লাহ খানকে ক্রেস্ট দেন এ অনুষ্ঠানের স্পন্সর ‘পিএনএস গ্রাফিক্স' এর মালিক কামরুল হাসান চৌধুরী।

এবারের উৎসবের থিম ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাস জীবন ও আড্ডা। তাই টিএসসির আদলেই সাজানো হয় মঞ্চ ও হলরুম। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছিলো গান, কবিতা আবৃত্তি, কুইজ ও র‍্যাফলে ড্র।

সবশেষে অর্থনীতির প্রাক্তন ছাত্রী ও প্রকাশনা 'ক্ষণিকা' সম্পাদক জীনাতুর রেজা খানের বিদায়ী বক্তব্য ও সমবেত কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরনো সেই দিনের কথা’ গানে শেষ হয় মিলনমেলা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!