পারিবারিক সহিংসতা রোধে সিডনি প্রবাসীদের ‘ওমেন্স কাউন্সিল’

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি নারীদের পারিবারিক সহিংসতা রোধে ‘ওমেন্স কাউন্সিল অস্ট্রেলিয়া ইনক’ নামে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন প্রবাসীরা।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2019, 07:49 AM
Updated : 20 Oct 2019, 07:13 AM

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় সিডনির একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

‘এখনই সহিংসতা বন্ধ করুন’ সংগঠনের স্লোগান নিয়ে সাংবাদিকের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিশা তাসনিম তানিয়া, এলিজ জারা টুম্পা, নাসরিন নাহার, সাজেদা আক্তার, পপি কবির ও তাম্মি পারভেজ।

সংগঠনের উদ্দেশ্য, আদর্শ, ভবিষ্যৎ কর্মপন্থা ও বিভিন্ন মেয়াদী কর্মসূচি বর্ণনা করেন এলিজা জারা। এই সংগঠনটি জনকল্যাণমূলক ও সচতনতা বাড়াতে কাজ করে যাবে বলে জানান তিনি।

তিনি বলেন, “এর ফলে আমাদের প্রবাসী কমিউনিটিতে পারিবারিক সহিংসতা অধিকাংশ ক্ষেত্রে রোধ বা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!