আবরার হত্যার বিচার চেয়ে জার্মানিতে মানববন্ধন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে মানবন্ধন করেছে জার্মানিতে পড়াশোনারত বাংলাদেশি শিক্ষার্থীরা।

হোসাইন মোহাম্মদ তালিবুল ইসলাম, জার্মানি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2019, 08:19 AM
Updated : 14 Oct 2019, 08:26 AM

স্থানীয় সময় রোববার বিকেলে জার্মানির মিউনিখ শহরে এ মানববন্ধন থেকে আবরার হত্যার প্রতিবাদ ও বুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা।

মানববন্ধন থেকে বিভিন্ন স্লোগান ও প্লেকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা। একটা স্লোগান ছিল ‘দায়ী আমি নিশ্চুপ আমি, দেশ যাক ভেস্তে, বেশতো আছি নিশ্চিন্তে’।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!