নিউ ইয়র্কে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু বইমেলা’

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও ‘মুজিববর্ষ’ উপলক্ষে নিউ ইয়র্কে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু বইমেলা’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 08:17 AM
Updated : 11 Sept 2019, 08:17 AM

আগামী ২০-২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পিএস ৬৯ মিলনায়তনে অনুষ্ঠেয় এ বইমেলার উদ্বোধনী কর্মসূচি শুরু হবে ডাইভার্সিটি প্লাজা থেকে র‌্যালির মধ্য দিয়ে।

শনিবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এক মতবিনিময় সভায় একথা জানায় মেলার আয়োজক সঙ্গঠন ‘যুক্তরাষ্ট্রে মুজিববর্ষ উদযাপন কমিটি’।

আয়োজক সংগঠনের আহ্বায়ক মিশুক সেলিমের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন এর সদস্য সচিব নূরল আমিন বাবু।

উপস্থিত ছিলেন বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির’ সদস্য সচিব কবি কামাল চৌধুরী।

কামাল চৌধুরী বলেন, “জাতীয়ভাবে অনুমোদিত শেখ মুজিবুর রহমানের জীবন-ইতিহাস গ্রন্থ যুক্তরাষ্ট্রের পাঠক, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর দায়িত্ব নিতে হবে প্রথম প্রজন্মকেই। ইংরেজিসহ বিভিন্ন ভাষায় সেগুলো অনুবাদের মধ্য দিয়ে প্রবাসীরা এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।”

মিশুক সেলিম বলেন, “সামনের বছরে মুজিববর্ষকে সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য এটি হচ্ছে প্রস্তুতিমূলক মেলা। ১৭ মার্চ থেকে সারাবছরই আমরা নানা কর্মসূচি নেব মুজিববর্ষ পালনে। এ ব্যাপারে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি লেখক-সাংবাদিক-সমাজকর্মীর আন্তরিক সহযোগিতা চাচ্ছি।”

সভায় আরও মতামত জানান সৈয়দ মুহম্মদউল্লাহ, জাতিসংঘে বাংলাদেশ মিশনের প্রথম প্রেস সচিব নূরএলাহি মিনা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ আজাদ, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, মুক্তিযোদ্ধা-চলচ্চিত্র পরিচালক আবুল বাশার চুন্নু, ফকির ইলিয়াস, শামস আল মমীন, সাংবাদিক শিব্বির আহমেদ, আকবর হায়দার কিরণ, লুৎফুন্নাহার লতা, মিনহাজ আহমেদ সাম্মু, হাসান আল আব্দুল্লাহ, মঞ্জুর কাদের, খালেদ শরফুদ্দিন, পপি চৌধুরী, আবু সাঈদ রতন, বিলকিস দোলা, শামিম আলামিন বাবু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি লুৎফর রহমান ও নির্বাহী সদস্য শাহানারা রহমান।

আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মোর্শেদা জামান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!