নিউ ইয়র্কে গুলিতে নিহত শাহেদের জানাজা আজ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গুলিতে প্রাণ হারানো বাংলাদেশি যুবক মো. শাহেদ উদ্দিনের জানাজা আজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2019, 07:43 AM
Updated : 4 Sept 2019, 07:51 AM

স্থানীয় সময় বুধবার রাতে এশার নামাজের পর ওজনপার্কের ফরবেল স্ট্রিটে অবস্থিত মসজিদ আল আমানে এটি অনুষ্ঠিত হবে বলে জানান কমিউনিটি নেতা আবু নাসের।

নিহত মো. শাহেদ উদ্দিন (২৭) যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিনের ছেলে। সোমবার ভোররাতে রিচমন্ড হিল এলাকার ১৩০ স্ট্রিট ও ৯২ অ্যাভিনিউতে জ্যামাইকার একটি নাইট ক্লাবের সামনে ওই হামলায় তার সঙ্গে আরও দুজন আহত হয়েছিলেন।

আবু নাসের জানান, বৃহস্পতিবার সকালে শাহেদের লাশ নেওয়া হবে লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমরিয়্যাল পার্কে অবস্থিত মুসলিম গোরস্থানে। সেখানেই তাকে দাফন করা হবে।

এদিকে একই সময়ে গুলিতে আহত অপর বাংলাদেশি যুবক ইপু জামানকে (২৭)  চিকিৎসার পর সোমবার বিকেলে জ্যামাইকা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নাইট ক্লাবের সামনে বিবাদমান দুই পক্ষের ঝগড়ার এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এদিকে ঘটনার ৪৮ ঘণ্টা পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় কমিউনিটিতে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন প্রবাসীরা।

আরও খরর -

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!