আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবস ও ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে সভা করেছে ‘আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ’।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 August 2019, 05:00 AM
Updated : 31 August 2019, 05:00 AM

বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এ সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুল।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাসির তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, বিশেষ অতিথি ছিলেন যায়েদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাবিবুল হক খন্দকার।

বক্তব্য দেন পরিষদের জ্যেষ্ঠ সহ সভাপতি ইমরাদ হোসেন ইমু, অনুষ্ঠানের আহ্বায়ক জামশেদ আলম, জনতা ব্যাংকের কার্যনির্বাহী আমিরুল হাসান, বিমানের রিজিওনাল ম্যানেজার এন সি বড়ুয়া, এস এম রফিকুল ইসলাম, শেখ রুহুল আমিন, মঈন উদ্দীন, আজিম শিকদার, গোলাম কাদের ইফতি, আবদুল কাদের সিদ্দিকি, আবদুল হক, শেখ কামাল, জাকির হোসেন জসি্ম, সজল চৌধুরী, আবদুল হান্নান, আইয়ুব খান, মোজাম্মেল চৌধুরী, প্রিয়াংকা খন্দকার, রিয়াদ বিন রাজু ও খোরশেদ আলম।

এতে ১৫ অগাস্ট ও ২১ অগাস্ট হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!