জাতিসংঘে ‘জাতীয় শোক দিবস’ র অনুষ্ঠান ১৫ অগাস্ট

জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী স্মরণে ‘জাতীয় শোক দিবস’ পালন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2019, 02:17 PM
Updated : 9 August 2019, 02:17 PM

নিউ ইয়র্কের স্থানীয় সময় ১৫ অগাস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যাতেই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ মিশনের চেষ্টায় এই প্রথম জাতীয় শোক দিবসের অনুষ্ঠান হচ্ছে সদর দপ্তরের ভেতর। এতে বিভিন্ন দেশের কূটনীতিকরাও থাকবেন বলে জানিয়েছেন মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা। প্রবাসের বিশিষ্টজনেরাও আমন্ত্রণ পেয়েছেন। এতে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে।

একইদিন সন্ধ্যা ৮টায় নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেট ভবনের মিলনায়তনে বঙ্গবন্ধু স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। এতে সর্বস্তরের প্রবাসীদের আমন্ত্রণ জানিয়েছেন কন্সাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা।

‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার অনুষ্ঠান হবে স্থানীয় সময় ১৪ অগাস্ট সন্ধ্যায় জ্যাকসন হাইটসে বাংলা চ্যানেলের অফিসে। এতে নিউ ইয়র্ক অঞ্চলে বসবাসরত মুক্তিযোদ্ধারাও স্মৃতিচারণ করবেন বলে হোস্ট সংগঠনের সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মিয়া জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!