লিসবনে বাংলাদেশিদের ‘ফ্যামিলি ডে’

পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত বাংলাদেশিরা ‘ফ্যামিলি ডে’ পালন করেছেন।

নাঈম হাসান, পর্তুগাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2019, 05:24 AM
Updated : 16 July 2019, 05:24 AM

স্থানীয় সাপ্তাহিক ছুটির দিন শনিবার লিসবনের অন্যতম পার্ক আলভিটোতে দিনব্যাপী এ আয়োজন করে ‘ওয়ান ফ্যামিলি লিসবন’।

প্রবাসী পরিবারের অংশগ্রহণে ‘ফ্যামিলি ডে’ বাংলাদেশিদের মিলনমেলায় পরিনত হয়। সব বয়সীদের জন্য ভিন্ন ভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছোটদের লক্ষ্যভেদ, নারী ও পুরুষদের জন্য কয়েকটি প্রতিযোগিতা, যুগলদের আলাদা ইভেন্ট ছাড়াও র‍্যাফেল ড্রয়ের আয়োজন ছিলো।

পরে লটারির মাধ্যমে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অন্যান্য বনভোজনে প্রবাসীরা সাধারণত রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে গিয়ে দুপুরের খাবার খান। কিন্তু এ পারিবারিক বনভোজনটি ছিলো ব্যাতিক্রম। অংশগ্রহণকারী প্রত্যেকটি পরিবার নিজেরা কিছু না কিছু রান্না করে নিয়ে আসেন। পরে নির্ধারিত গন্তব্যে পৌঁছে একসাথে সবাই দুপুরের খাবার ও বিকেলের নাস্তা খান, অনেকটা দেশের ঘরোয়া অনুষ্ঠান আয়োজনের মতো।

গন্তব্যে পৌঁছতেই শিশুরা প্রকৃতির সান্নিধ্যে খেলাধুলায় মেতে উঠে। বড়দের সারাদিনের আনন্দ আয়োজনে ছিল আড্ডা, হাসি, গান ও কৌতুক।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!