নিউ ইয়র্কে লেখক রত্না বাড়ৈকে সংবর্ধনা

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে লেখক রত্না বাড়ৈকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 May 2019, 11:06 AM
Updated : 10 May 2019, 07:09 AM

‘গল্প বাড়ি নিউ ইয়র্ক’ নামে একটি বই লিখে তিনি ‘সাড়া ফেলে দিয়েছেন’ বলে জানান অঙ্গরাজ্যটিতে বসবাসরত কিছু বাংলাদেশি।

স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।  

‘গ্লোবাল বাংলা মিশন’ ও ‘ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশের’ যৌথ আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ‘সাপ্তাহিক ঠিকানা’ পত্রিকার প্রধান সম্পাদক মো. ফজলুর রহমান।

‘গ্লোবাল বাংলা মিশনের’ পরিচালক যোসেফ ডি বিশ্বাসের পরিচালনায় প্রারম্ভিক প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ‘ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশের’ চেয়ারম্যান ক্যালভিন মন্ডল স্বাগত বক্তব্য দেন।

মঞ্চে লেখক রত্না বাড়ৈ এর সঙ্গে বিশেষ অতিথি ছিলেন স্টেট অ্যাসেম্বলির প্রাইমারিতে ডিস্ট্রিক ৩৭-এর ডেমোক্রেটিক দল থেকে পদপ্রার্থী মেরী জোবেয়দা, আমেরিকা ওমেন্স ফোরামের প্রেসিডেন্ট হোসনে আরা, ফাদার স্ট্যানলি আদি গমেজ, লেখক ও পাক্ষিক ‘নারী’ পত্রিকার সম্পাদক পপি চৌধুরী ও প্রবাসী বেঙ্গলি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট প্যাট্রিক গমেজ।

অনুষ্ঠানে রত্না বাড়ৈ এর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!