কুয়েতে বৈশাখ উদযাপন

নতুন বছরের প্রতিদিন ‘রঙিন হওয়ার’ প্রত্যাশা নিয়ে প্রতি বছরের মতো এবারও পয়লা বৈশাখ পালন করেছেন কুয়েত প্রবাসীরা।

আ হ জুবেদ, কুয়েত থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 May 2019, 10:50 AM
Updated : 3 May 2019, 10:50 AM

গত সপ্তাহের শুক্রবার ‘বৈশাখী মেলা উদযাপন কমিটি, কুয়েত’ এর আয়োজনে রাজধানী কুয়েত সিটির রিগাই পার্কে নতুন বছরকে বরণ করে নেন প্রবাসীরা।  

মেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী ফরিদ উদ্দিন, সদস্য সচিব রফিকুল ইসলাম ভুলু ও প্রধান সমন্বয়ক আতাউল গনি মামুনের পরিচালনায় ওই বৈশাখী উৎসবে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশিদের স্বত:স্ফূর্ত উপস্থিতিতে ও বাংলার সংস্কৃতি আর ঐতিহ্যের ছোঁয়াতে মরুর বুকে ফুটে উঠে এক খণ্ড লাল-সবুজের বাংলাদেশ।   
‘বৈশাখী মেলা-১৪২৬’ উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

রাষ্ট্রদূত এস এম আবুল কালাম দেশ ও বিদেশের সকল বাংলাদেশিদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে দুই দেশের ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ধর্মীয় ও সাংস্কৃতিক মেলবন্ধনের কথা উল্লেখ করেন।

বৈশাখী মেলায় যোগ দেন কুয়েত দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. আনিসুজ্জামানসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা।
এছাড়াও আয়োজনে পান্তা ইলিশ আর হরেক রকমের বাহারি পিঠা নিয়ে স্বত:স্ফূর্তভাবে অংশ নেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশী পরিবারের গৃহিণীরা।

মহিলা, শিশু ও বয়স্কদের অংশগ্রহণে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলা এবং পুরস্কার বিতরণী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!