আর্জেন্টিনার বইমেলায় যাবে বাংলাদেশের বই

ল্যাটিন আমেরিকার অন্যতম বইমেলা ‘আর্জেন্টিনা বইমেলায়’ অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ।

প্রবাস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 02:58 AM
Updated : 18 Feb 2019, 02:58 AM

আগামী ২৩ এপ্রিল থেকে শুরু ২০ দিনব্যাপী এ বইমেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ‘আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’ (এবিসিসিআই)।

সংস্থাটির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওমর আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ মেলায় প্রতি বছর ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। প্রথম তিন দিনের সেমিনারে বিভিন্ন দেশ থেকে ১২ হাজারেরও বেশি কবি, লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবি, আবৃত্তিশিল্পী, ছড়াকার, কার্টুনিস্ট, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও সংস্কৃতি কর্মীরা যোগ দেবেন।

ফুটবল তারকা ম্যারাডোনার দেশে এ মেলায় তাদের নিয়ে থাকছে ডজনখানেক নতুন বই। সদ্য প্রয়াত সালাকে নিয়েও বই থাকছে। মেলার স্টলে বসে অটোগ্রাফ দেবেন ম্যারাডোনা, মেসি, বাতিস্তুতা, হিগুয়েন, ডিমারিয়া, তেভেজ, মার্শেরানোসহ খ্যাতনামা সব তারকা ফুটবলার।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৪৫ বছরের এ বইমেলায় এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। একটি প্যাভিলিয়ন নিয়েছে। মেলায় বাংলাদেশের কবি-লেখকদের বই বিনামূল্যে প্রদর্শন করা হবে।

বাংলাদেশ প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য গল্প-উপন্যাস, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মজীবনী, ছড়ার বই, ঈদ সংখ্যা, লিটল ম্যাগাজিন, গবেষণা কর্ম, ভাষা শিক্ষা, রান্নার বই, হেলথ টিপস, ইমিগ্রেশনসহ সব ধরনের বই, বইয়ের সিডি, পর্যটনের সিডি, শিশুদের গেইমের সিডি পাঠানো যাবে।

এবিসিসিআইয়ের প্রতিনিধিরা বর্তমানে ঢাকা সফর করছেন। বই বা সিডি পাঠাতে আগ্রহীদের আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ৩৫৬, ডিআইটি রোড (৩য় তলা), পূর্ব রামপুরা, ঢাকায় যোগাযোগ (মোবাইল: ০১৭১২৪৭৯৮২৪) করতে অনুরোধ করেছেন তারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!