নিউ ইয়র্কে ‘পাবলিক অ্যাডভোকেট’ প্রার্থী হেলালের নির্বাচনী সমাবেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ‘পাবলিক অ্যাডভোকেট’ প্রার্থী বাংলাদেশি-আমেরিকান হেলাল শেখের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠত হয়েছে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2019, 05:35 AM
Updated : 5 Feb 2019, 05:35 AM

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসে রপালকি পার্টি সেন্টারে হেলাল শেখের নির্বাচনী তহবিল গঠন উপলক্ষে এ সমাবেশে কমিউনিটি নেতা-কর্মীরা অংশ নেন।

আসিফ বারি টুটুলের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির বিদায়ী সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, ফাহাদ সোলায়মান, ফোবানার আয়োজক কমিটির আহ্বায়ক নার্গিস আহমেদ, ওয়েল কেয়ারের সিনিয়র ম্যানেজার সালেহ আহমেদ, আব্দুল হামিদ, মোহাম্মদ সাঈদ, এনওয়াই ইন্স্যুারেন্সের শাহনেওয়াজ, আহসান হাবিব ও আব্দুল মজিদ।

বক্তব্য দিচ্ছেন ফাহাদ সোলায়মান

সমাবেশে জানানো হয়, নির্বাচনে ৩০ জনের মতো মনোনয়ন চেয়েছিলেন। এরমধ্যে ১২ জনকে বাদ দেওয়া হয়েছিল নানা অজুহাতে। বাদ পড়াদের মধ্যে বাংলাদেশি হেলাল শেখও ছিলেন। তিনি ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন বোর্ড অব ইলেকশনে। এরপর তার প্রার্থীতা ফিরিয়ে দেওয়া হয়েছে।

গত নভেম্বরের বিশেষ নির্বাচনে পাবলিক অ্যাডভোকেট লেটিসা জেমস ‘স্টেট অ্যাটর্নি জেনারেল’ পদ পান। তার এ শূন্য পদে আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বিশেষ নির্বাচনে মোট ২২ জন প্রার্থী লড়ছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!