সিডনিতে বাংলা ব্যান্ড ‘এইট নোটস’ এর কনসার্ট

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলা ব্যান্ড দল ‘এইট নোটস’ তাদের ৮ বছর পূর্তি উপলক্ষে কনসার্ট করেছে।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2019, 06:50 PM
Updated : 3 Feb 2019, 06:50 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি সেন্টারে এ কনসার্টে প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আনুলাক চ্যাংটিভাং।

ব্যান্ড দলটি ব্যান্ড সঙ্গীতের পাশাপাশি বারী সিদ্দিকীর গানসহ বিভিন্ন ধরনের বাংলা গান পরিবেশন করে। ভোকালে রাহাত শান্তনু, ভোকাল ও গিটারে আসিফ হায়দার, রিদমে মুসাব্বির হোসেন, বেস গিটারে পায়েল রাব্বি, ড্রামে শামস আরেফিন ও কি-বোর্ডে সামিউল কবির অংশ নেন।

অনুষ্ঠানে এইট নোটস আগামী তিন বছরে তাদের বিভিন্ন কনসার্ট আয়োজনের মাধ্যমে তহবিল সংগ্রহ করে সিডনিতে একটি বাংলাদেশি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এ উদ্যোগ বাস্তবায়নে পাশে থাকার জন্য কমিউনিটির সবার সহযোগিতা চান তারা।

স্থানীয় সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী এইট নোটসের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাদের আগামী যে কোনো কনসার্টে শতকরা ৫০ ভাগ কম মূল্যে কাউন্সিলের হল-ভাড়ার প্রতিশ্রুতি দেন।

সিরাজুল হক ও গামা আব্দুল কাদির এ উদ্যোগের প্রশংসা করে সহযোগিতার অঙ্গিকার করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!