নিউ ইয়র্কে বাংলাদেশি ৩ সংগঠনের সম্মিলিত সমাবেশ

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সম্মিলিত সমাবেশ করেছে প্রবাসী বাংলাদেশিদের তিনটি সংগঠন।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2019, 08:58 AM
Updated : 13 Jan 2019, 08:59 AM

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি হলে এ সমাবেশের আয়োজন করে ‘নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম’, ‘নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব’ ও ‘নিউ আমেরিকান উইমেন্স ফোরাম’।

এতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে বেশ কয়েকজন বাংলাদেশিকে সম্মাননা দেওয়া হয়।

এরা হলেন বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী কাজী নয়ন, উৎসব ডটকমের রায়হান জামান, নিউ ইয়র্ক স্টেট গভর্নরের প্রতিনিধি অ্যাটর্নি জেনিফার রাজকুমার, নিউ ইয়র্ক পুলিশের ক্যাপ্টেন খন্দকার আব্দুল্লাহ, সঙ্গীতশিল্পী রাহমি খান ও নূরুন্নাহার ইউসুফ।

তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডেমক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির ভাইস চেয়ার কংগ্রেসওম্যান গ্রেস মেং।

স্বাগত বক্তব্য দেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের প্রতিষ্ঠাতা মোর্শেদ আলম। শুভেচ্ছা জানান ইয়ুথ ফোরামের সভাপতি আহনাফ আলম, সহ সভাপতি মোহাম্মদ আল আমিন ও উইমেন্স ফোরামের সভাপতি রুবাইয়া রহমান।

গ্রেস মেং বলেন, “মধ্যবর্তী নির্বাচনের চেতনায় সামনের বছরের জাতীয় নির্বাচনেও ডেমোক্র্যাটদের বিপুল বিজয় এনে দিতে এখন থেকেই কাজ করতে হবে বাংলাদেশিসহ অভিবাসী সমাজকে।”

কংগ্রেসওম্যান ইভেটি ডি ক্লার্ক বলেন, “যুক্তরাষ্ট্রের নেতৃত্ব সংকট চরমে উঠেছে। এটি দূর করতে চাই হোয়াইট হাউজে সত্যিকারের জনদরদি একজন নেতা। সামনের বছরের নির্বাচনে সেই নেতার জন্যে সব অভিবাসীকে সুসংগঠিত হতে হবে।”

আরও বক্তব্য দেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্স ও স্টেট সিনেটর জন ল্যু।

অনুষ্ঠানে অতিথির মধ্যে আরও উপস্থিত ছিলেন- কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা কাটজ, নিউ ইয়র্ক স্টেট সিনেটর লি রয় কমরি, স্টেট অ্যাসেম্বলিম্যান মাইকেল ব্লেক, স্টেট অ্যাসেম্বলিউইমেন ক্যাটালিনা ক্রুজ, কাউন্সিলউইমেন উনো ক্লার্ক, কাউন্সিলম্যান পল বেলুন, ডোনাভান রিচার্ডস, বেরি গর্ডনচিক, কুইন্স বরোর ডেপুটি প্রেসিডেন্ট শ্যারন লি, ডেমক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যান্থনি এন্ড্রু, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী, মূলধারার রাজনীতিক হাসানুজ্জামান হাসান, আইনজীবী ও মূলধারার রাজনীতিক মোহাম্মদ এন মজুমদার, নিউ ইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের কাউন্সেলর আয়েশা হক, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ব্যবসায়ী মো. শাহনেওয়াজ, ফোবানার নির্বাহী সচিব জাকারিয়া চৌধুরী, কমিটিউনিটি নেতা বেদারুল ইসলাম বাবলা, নাসির খান পল, মূলধারার রাজনীতিক তৈয়বুর রহমান হারুন, ফখরুল ইসলাম দেলোয়ার, মিলন রহমান, জয় চৌধুরী, নিউ ইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট প্রার্থী হেলাল শেখ এবং মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান মিরাজ।

প্রবাসী আবাসন ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ সমাবেশের সাংস্কৃতিক পর্বে অংশ নেন স্বরলিপির ডালিয়া চৌধুরী, আদিত্য চৌধুরী, বর্ষা দেবনাথ ও ভূমিকা দে। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন রোমানা জেসমিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!