সিডনি প্রবাসীদের ‘বিজয় দিবস কনসার্ট’

৪৮তম বিজয় দিবস উপলক্ষে কনসার্ট করেছেন অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিরা।

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2018, 08:59 AM
Updated : 25 Dec 2018, 09:00 AM

স্থানীয় সময় শনিবার সিডনির বেলমোরের বুলডগ স্টেডিয়ামে এ আয়োজন করে ‘গ্রিনফিল্ড ইন্টারটেইনমেন্ট’।

তানিসা ফেরদৌসের উপস্থাপনায় শুরুতে ল্যাকেম্বা বাংলা স্কুল ও স্থানীয় শিশু-শিল্পীরা দেশের স্বাধীনতা সংগ্রাম ও বিজয় দিবস নিয়ে পরিবেশনায় অংশ নেন। 

তারপর ডিজে সায়েম, ডিজে খান, স্থানীয় ব্যান্ড ‘যোদ্ধা’ ও মেহেদি হাসান গান শোনান। আরও অংশ নেন জামিল হোসেন, ফাতিমা তুয যাহরা ঐশী, আবু হেনা রনি ও ব্যান্ডদল ‘সোলস’।

আয়োজক সংগঠনের এনামুল হক, ফয়সাল আজাদ ও মিরাজ হোসেন সবাইকে ধন্যবাদ জানিয়ে কনসার্টের সমাপ্তি ঘোষণা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!