নিউ ইয়র্কে চবি অ্যালামনাইয়ের বিজয় উৎসব

৪৮তম বিজয় দিবস পালন করেছে প্রবাসী সংগঠন ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, উত্তর আমেরিকা ইন্ক’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 07:20 AM
Updated : 21 Dec 2018, 07:20 AM

স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কের ব্রুকলিনে বৃহত্তর নোয়াখালী ভবনের মিলনায়তনে এ উৎসবে প্রবাসী বাংলাদেশি ও শিশু-কিশোররা অংশ নেন।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাবিনা শারমিন নিহারের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ নঈমী।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোর্শেদুল আনোয়ার খান।

স্বাগত বক্তব্য দেন উৎসবের আহ্বায়ক মীর কাদের রাসেল।

আরো বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর শাহনেওয়াজ ডিকেন্স, প্রধান সমন্বয়ক ও সাবেক সভাপতি রেজাউল করিম সগীর, সাবেক সভাপতি বিষ্ণু গোপ, বাংলাদেশ থেকে আসা ইশতিয়াক আজিজ খান, সহ সভাপতি হাসান মাহমুদ, বিদ্যুৎ দাশ, মোহাম্মদ নজরুল ইসলাম সেলিম, গোলাম মোহাম্মদ মুহিত, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা সম্পাদক আহসান হাবিব, পরেশ সাহা, এস. এম. ইকবাল ফারুক, নজরুল কবীর, মোহাম্মদ আমিনুল ইসলাম, শিবলী ছাদেক ও এন. বি. নাহার।

সাংস্কৃতিক অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করেন অনুপ দাশ, ফাহমিদা ইয়াসমিন এ্যানি, হাসান মাহমুদ, বিদ্যুৎ দাস, এন. বি. নাহার ও রুদ্রনীল দাশ রুপাই। দলীয় সঙ্গীতে অংশ নেন- অনুপ, নাহার, এ্যানি, হাসান, সেলিম, শিবলী, শিলা, শিল্পী, কবিতা, বিদ্যুৎ দাস, কাসেম, আমিন ও সলিল।

কবিতা আবৃত্তি করেন- নজরুল কবীর, শিবলী ছাদেক, লিউনা মুহিত, ফাসির কবির কাব্য ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশুশিল্পীরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!