ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে সশস্ত্র বাহিনী দিবস

৪৭তম সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 05:44 AM
Updated : 6 Dec 2018, 05:44 AM

স্থানীয় সময় মঙ্গলবার দূতাবাস ভবনের বঙ্গবন্ধু মিলনায়তনে দিনটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন ও ব্রিগেডিয়ার জেনারেল মইনুল হাসান।

এতে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর ডেপুটি চিফ মেজর জেনারেল এ সি রোপার ও ন্যাশনাল গার্ড ব্যুরোর ভাইস চেয়ার ডেনিয়েল আর হক্যানসন।

হক্যানসন বলেন, “শান্তিরক্ষা কার্যক্রমে এখনও বাংলাদেশের সেনা ও পুলিশ বাহিনীর ৭ হাজারের অধিক সদস্য শান্তি-বিনির্মাণের দায়িত্বে রয়েছেন। তারা বিধ্বস্ত জনপদ পুনর্গঠনসহ অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখছেন। হতাহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন। মানবতার জন্য এ এক বড় অহংকার।”

তিনি আরও বলেন, “বিশেষ করে প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে দিয়ে বাংলাদেশ যে মানবতা দেখিয়েছে তার জন্য গোটা দেশের মানুষই ধন্যবাদ পাবার যোগ্য। মানবতার ক্ষেত্রে এ এক অসাধারণ ঘটনা।”

রাষ্ট্রদূত জিয়াউদ্দিন বলেন, “বাংলাদেশ সব সময় তার সশস্ত্র বাহিনীর অবদানের জন্য গৌরব করে। স্বাধীনতাযুদ্ধে তাদের আত্মত্যাগ ও পাক হায়েনাদের পর্যুদস্ত করতে সীমিত সাজ-সরঞ্জাম নিয়ে যে সাহসী ভূমিকা রেখেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে।”