টরন্টোয় বাংলা টেলিভিশন কানাডার মঞ্চ আয়োজন

কানাডা প্রবাসীদের অনলাইন গণমাধ্যম ‘বাংলা টেলিভিশন কানাডা’ তাদের ‘সুরের ধারা’ সিরিজের সপ্তম পরিবেশনার আয়োজন করেছে।

সোহেল সোহরাব, কানাডার টরন্টো থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2018, 03:52 AM
Updated : 26 Nov 2018, 03:52 AM

গত ১৭ নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যায় টরন্টোর ফেয়ার ভিউ থিয়েটার অডিটরিয়ামে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্লোরা শুচি।

এবারের পরিবেশনাটি ছিলো দুই পর্বে বিভক্ত। প্রথম পর্বে কণ্ঠশিল্পী বিজয় চক্রবর্তী ও অমিত রায় পরিবেশন করেন রাগাশ্রীত ১২টি বাংলা গান এবং দ্বিতীয় পর্বে পুরোনো দিনের ১২টি গান গেয়েছেন শংকর চক্রবর্তী ও জয়া চক্রবর্তী।

অনুষ্ঠানে শিল্পীদের সহযোগিতা করেছেন- তবলায় দোলন সিনহা ও সজীব চৌধুরী, কি-বোর্ডে মামুন কায়সার এবং মন্দিরায় অলক মুখার্জী।

শিল্পসজ্জায় ছিলেন চিত্রশিল্পী নুরুন্নাহার সুপ্তি, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাফিজ আল আসাদ।

নেপথ্যে থেকে অনুষ্ঠানটি সচল রেখেছিলেন সুমু হক, ফ্লোরা শুচি, নুরুন্নাহার সুপ্তি, ঈশিতা শামস, ফারহানা ইয়াসমিন গল্প, দেবযানী রায় চৌধুরী ও সাজ্জাদ আলী।