সিউলে প্রবাসী ছাত্রী-শিক্ষিকাদের আলোচনা সভা

‘বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রা: দক্ষিণ কোরিয়াস্থ প্রবাসী নারীদের ভূমিকা’ শিরোনামে একটি উন্মুক্ত আলোচনার আয়োজন করেছে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাস।

ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2018, 02:40 AM
Updated : 17 Nov 2018, 02:40 AM
স্থানীয় সময় শনিবার সিউলে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্যান্য পেশাজীবীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন রাষ্ট্রদূত আবিদা ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের ইতিবাচক ভাবমূর্তি উপস্থাপনসহ রাজনীতিতে নিষ্কণ্টক প্রবেশ নিশ্চিতকরণ, নারীবান্ধব পরিবহণ সুবিধা, শৌচাগারের সংখ্যা বাড়ানো, নারীদের প্রতি যৌন হয়রানি রোধ ও নারীদের আইনগত অধিকার নিয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন আবিদা ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!