মস্কোতে বাংলাদেশি ব্যবসায়ীদের ‘গেট টুগেদার’

রাশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশন’ (আরবিসিসিআই) এর ‘গেট টুগেদার’ অনুষ্ঠিত হয়েছে।

বারেক কায়সার, রাশিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2018, 02:38 AM
Updated : 11 Nov 2018, 02:38 AM

শনিবার মস্কোর একটি হোটেলে নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম তমাল পারভেজ।

এতে রাশিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, নাইজেরিয়ার রাষ্ট্রদূত ও বিজনেস কাউন্সেলর, ইন্দোনেশিয়ার বিজনেস কাউন্সেলর, নেপাল ও ফিলিপাইনের ফার্স্ট ও সেকেন্ড সেক্রেটারি, বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর আশফাকুল ইসলাম বাবুল,  ফার্স্ট সেক্রেটারি লুবনা সিদ্দিকীসহ মস্কোর বিভিন্ন দূতাবাসের কূটনীতিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া বাংলাদেশি ব্যবসায়ীদের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বিভিন্ন দেশের ব্যবসায়ীদের সঙ্গে তথ্য ও ব্যবসায়িক আদান-প্রদান উন্নতির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বিভিন্ন দেশের ব্যবসায়ীদের বাংলাদেশে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনার উপর আলোচনা করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি সিআইপি মাহবুবুল আলম, এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালক সিআইপি রফিকুল ইসলাম মিয়া আরজু, এ এস এম হোসাইন ও সিআইপি ফিরোজ উল আলম খান।

এরপর সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান এস এম তমাল পারভেজ ও সাজ্জাদুর রহমান চৌধুরীকে আগামী দুই বছরের জন্য পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এছাড়া নতুন করে সহ সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সালাউদ্দিন আহমেদ। আগামী ১৭ নভেম্বর সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!