সিনহার বক্তব্যে নিউ ইয়র্ক আ. লীগের প্রতিবাদ

যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা তার নতুন বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2018, 10:00 AM
Updated : 1 Oct 2018, 10:00 AM

শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সির নাশনাল প্রেস ক্লাবে ‘অ্যা ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্র্যাসি’ বইটির প্রকাশনা অনুষ্ঠানে সিনহা বলেন, “আমি লড়ছি আইনের শাসনের জন্যে, গণতন্ত্রের জন্যে, মানবাধিকারের জন্যে। কারণ আমরা এখন আমাদের দেশে কিছু প্রকাশ করতে পারি না। আপনারা দেখবেন, কেবল যুক্তরাষ্ট্রেই দুই থেকে তিনশ সাংবাদিক রাজনৈতিক আশ্রয় চেয়েছেন, কারণ তারা স্বাধীনভাবে কিছু লিখেছিলেন।”

বাংলাদেশে আইনের শাসনের ‘অবনতি ঘটার খবরে’ গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

এ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রোববার বিকেলে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের তিতাস পার্টি হলে সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

এতে বক্তব্য দেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

তিনি অভিযোগ করে বলেন, “যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অভিপ্রায়ে এসকে সিনহা রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন। সেটি এখনও মঞ্জুর হয়নি বলে বাংলাদেশের বিচার ব্যবস্থা তথা সরকারের বিরুদ্ধে নানা কল্পকাহিনী রটাচ্ছেন। বাংলাদেশে আইনের শাসন নেই- এ বিষয় আমেরিকান অভিবাসন কর্মকর্তা বা বিচারক যদি বিশ্বাস করেন তাহলে খুব সহজে তার আবেদন মঞ্জুর হবে। ক্ষমতাসীন সরকার ও সরকারি দলের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারণার মধ্য দিয়ে ইতিপূর্বে অনেকে গ্রিনকার্ড পেয়েছেন।”

জাকারিয়া চৌধুরী আরও বলেন, “ব্যক্তিস্বার্থে এসকে সিনহা বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা চালিয়েছেন।এটা দেশদ্রোহিতার সামিল।এজন্য তার বিরুদ্ধে মার্কিন আদালতে মামলার প্রস্তুতি চলছে। বাংলাদেশেও মামলা হওয়া উচিত।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নূরল আমিন বাবু, সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজি, আবুল হুসেন, আব্দুল কাদের মিয়া, যুগ্ম সম্পাদক সুব্রত তালুকদার, মাহফুজ আহমেদ, উপদেষ্টা জাফরউল্লাহ, কুইন্স আওয়ামী লীগের সহ সভাপতি মতিউর রহমান চৌধুরী, সমীরুল ইসলাম বাবলু, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি দরুদ মিয়া রনেল।

আরও খবর

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!