নিউ জার্সিতে মুক্তিযোদ্ধা নূরন্নবীকে সংবর্ধনা

মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমির ‘অনরারি ফেলোশিপ’ পাওয়ায় নিউ জার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান নূরন্নবীকে সংবর্ধনা দিয়েছে প্রবাসী সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ জার্সি’।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2018, 08:07 AM
Updated : 13 August 2018, 08:07 AM

স্থানীয় সময় রোববার বিকেলে নিউ জার্সির প্লেইন্সবরো রিক্রিয়েশন সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জসীমউদ্দিন আহমেদ।

কবি ফারুক আজমের অনুষ্ঠানের প্রেক্ষাপট উপস্থাপনের পর স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রধান গোলাম ফারুক ভূঁইয়া।

সংগঠনের সাধারণ সম্পাদক মেহের নিগার মুক্তিযোদ্ধা, লেখক, বিজ্ঞানী ও রাজনীতিক নূরন্নবীর ওপর বক্তব্য উপস্থাপন করেন।

নূরন্নবী বলেন, “একাত্তরের মুক্তিযুদ্ধ ছিলো আমার জীবনের শ্রেষ্ঠতম ঘটনা। তবে এরপরও আমি থেমে থাকিনি। জীবিকার জন্য উচ্চতর শিক্ষা শেষে গবেষণায় লিপ্ত ছিলাম।”

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নূরন্নবীর লেখা পাঁচটি বইয়ের অংশবিশেষ পাঠ করেন নাজনীন হুসেন (জন্ম ঝড়ের বাংলাদেশ), মেহের নিগার (আমেরিকায় জাহানারা ইমামের শেষ দিনগুলি), শিমুল বানু (হুমায়ূন আহমেদ, কাছের মানুষ), সাবিনা আহমেদ রূপা (শামসুর রাহমান, স্বাধীনতার কবি) ও শামিম আরা হোসেন লিপি (অধ্যাপক কবীর চৌধুরী, মৌলবাদের নির্ভীক প্রতিবাদী)। 

বই থেকে পড়ে শোনান ফোবানার সাধারণ সম্পাদক ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।

আলোচনা করেন মেহের নিগার মুনমুন, অজন্তা সিদ্দিকী, মোসলেহউদ্দিন, ফারুক মহসিন, মনোয়ার হোসেন ও সেলিনা আকতার।

আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ‘সাপ্তাহিক বাঙালি’ পত্রিকার সম্পাদক কৌশিক আহমেদ। স্বরচিত কবিতা পড়েন দলিলুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘ফেডারেশন অব বাংলাদেশি অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) এর কার্যনির্বাহী কমিটির সভাপতি মীর চৌধুরী, সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, সাবেক সভাপতি নাহিদ চৌধুরী মামুন, চারণকবি বেলাল বেগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য শাহানারা রহমান, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ ও মুক্তিযোদ্ধা বিজ্ঞানী জিনাত নবী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!