বার্সেলোনায় বাংলাদেশিদের ‘বাংলার মেলা’

স্পেনের দ্বিতীয় বৃহত্তম শহর ও কাতালোনিয়া অঙ্গরাজ্যের রাজধানী বার্সেলোনায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক উৎসব ‘বাংলার মেলা’।

সাহাদুল সুহেদ, স্পেন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 July 2018, 10:53 AM
Updated : 16 July 2018, 10:53 AM

স্থানীয় সময় রোববার দুপুরে শহরটির বাঙালি অধ্যুষিত এলাকা রাভাল সংলগ্ন মাকবা স্কয়ারে বার্সেলোনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় এ মেলার আয়োজন করে প্রবাসী সংগঠন ‘অ্যাসোসিয়াসিয়ন কুলতুরাল ই উমানিতারিয়া দে বাংলাদেশ এন কাতালোনিয়া’।

এতে প্রধান অতিথি ছিলেন স্পেনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এম হারুণ আল রাশিদ।

তিনি বলেন, “বার্সেলোনায় বাংলার মেলা বাঙালিদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। দল-মত নির্বিশেষে সবার প্রাণবন্ত উপস্থিতিতে আমি মুগ্ধ। বাংলাদেশ দূতাবাস এমন আয়োজনে সবসময়ই সঙ্গে আছে।”

আয়োজক সংগঠনের সভাপতি মাহারুল ইসলাম মিন্টু বলেন, “প্রবাসে বাঙালি নতুন প্রজন্ম যাতে আমাদের ঐতিহ্য, সংস্কৃতির সঙ্গে পরিচিত হয়ে বেড়ে উঠতে পারে, সেজন্য প্রতি বছর আমরা এ মেলার আয়োজন করে থাকি।”

মেলায় গান শোনান বাংলাদেশ থেকে আসা সঙ্গীতশিল্পী পলাশ, স্থানীয় শিল্পী বিউটি, জিনাত, তিথী, মঞ্জু, দিবা ও রাজু।

এছাড়া দেশিয় খাবার আর পণ্য দিয়ে সাজানো স্টলগুলোতে ছিল প্রবাসীদের ভিড়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!