চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান এখন কাতারে

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসকারী বাংলাদেশিদের সংগঠন ‘চট্টগ্রাম সমিতি কাতার’ এর আয়োজনে ‘ঐতিহ্যবাহী মেজবান ও চট্টগ্রাম উৎসব ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে।

আকবর হোসেন বাচ্চু, কাতারের দোহা থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2018, 12:58 PM
Updated : 17 April 2018, 12:58 PM

স্থানীয় সময় শুক্রবার দেশটির রাজধানী দোহার মুনতাজা আবুবকর বয়েজ স্কুল মিলনায়তনে এ উৎসবে প্রবাসীরা বাংলা নববর্ষ ও লোকউৎসব পালন করেন।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও সাংস্কৃতিক সম্পাদক মহিউদ্দিন কাজলের সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

বাংলাদেশি কমিউনিটির শিশু-কিশোরদের ছবি আঁকা ও খেলাধুলা প্রতিযোগিতার মধ্যদিয়ে উৎসবের উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথি ছিলেন ‘কাতার মুহান্নাদী গ্রুপ’ এর স্পন্সর ইব্রাহিম আল মুহান্নাদী।

বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুছা, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার রেজাউল আহসান, অধ্যাপক বাবু তপন মাহাজন, মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ ফোরকান ও মোহাম্মদ হারুন।

আয়োজকরা জানান, এবারের মেজবানে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি উপস্থিত ছিলেন। মেজবান উপলক্ষে প্রকাশ করা হয় স্মরণিকা।

উৎসবে বক্তব্য দেন আয়োজক সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, মোহাম্মদ এনামুল হক চৌধুরী ও ফজলুল কাদের চৌধুরী।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান সঙ্গীতশিল্পী মৌ, রুকসানা যাহেদ ও কাতারে বাংলা ব্যান্ডদল ‘শ্রাবণ’।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!