বঙ্গবন্ধুর জন্মদিনে লিবিয়ায় শিশুদের চিত্রাঙ্কন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে  শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

শায়মা জাহান তিথি, লিবিয়ার ত্রিপলি থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2018, 09:33 AM
Updated : 18 March 2018, 09:34 AM

স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে এ কর্মসূচির উদ্বোধন করেন রাষ্ট্রদূত সেখ সেকেন্দার আলী।

রাষ্ট্রদূতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর মো. মোজাম্মেল হক, শ্রম কাউন্সেলর আ স ম আশরাফুল ইসলাম, প্রথম শ্রম সচিব মো. আলম মোস্তফা ও কমিউনিটি নেতা মো. আমির হোসাইন। 

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এ পর্বে ত্রিপলিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!