জর্জিয়ায় শহীদ দিবসে প্রবাসীদের বাংলা চর্চার অঙ্গিকার

প্রবাসী শিশু-কিশোরদের বাংলা শেখানো ও বাঙালি সংস্কৃতি চর্চার অঙ্গিকারে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 06:09 AM
Updated : 23 Feb 2018, 09:18 AM

স্থানীয় সময় বুধবার একুশের প্রথম প্রহরে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে আলাদা দুটি অস্থায়ী শহিদ মিনারে আলোচনা সভায় এ অঙ্গিকার করেন প্রবাসীরা।

এছাড়া জর্জিয়ায় প্রায় ত্রিশ হাজারেরও বেশি বাংলাদেশির বসবাস থাকলেও এ রাজ্যে কোন স্থায়ী শহীদ মিনার না থাকায় জর্জিয়া বাংলাদেশ সমিতিকে একটি স্থায়ী শহিদ মিনার তৈরির আহ্বান জানানো হয়।

আটলান্টার জিমি কার্টার ব্লুবার্ডস জে সি ইভেন্ট মিলনায়তনে ‘জর্জিয়া বাংলাদেশ সমিতি’ আয়োজনে

শহীদ মিনারে ফুল দেয় আয়োজক সংগঠক জর্জিয়া বাংলাদেশ সমিতি, জর্জিয়া আওয়ামী লীগ, জর্জিয়া বিএনপি, জর্জিয়া যুবলীগ, জর্জিয়া স্বেচ্ছাসেবক লীগ, জর্জিয়া সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, আমেরিকা বাংলাদেশ কনভেনশন (এনএবিসি), বাংলাধারা, বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, জর্জিয়া মুক্তিযোদ্ধা সংসদ, সোনালী একচেঞ্জ, আটলান্টা শাখা, মা আমার মা, আওয়ামী মুখপত্র মুজিবসেনা নিউজ, এবিএফ ও শনিবারের চিঠি।

শেখ জামাল ও ভাস্কর চন্দের সঞ্চালনায় আলোচনা সভায় অংশ নেন মুক্তিযোদ্ধা সুভাষ চক্রবর্তী, বাংলাধারার সমন্বয়ক মাহবুবুর রহমান ভুঁইয়া, জর্জিয়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী হোসেন ও সাধারণ সম্পাদক মাহমুদ রহমান, রেজা করিম, জর্জিয়া যুবলীগের সভাপতি নুরুল ইসলাম নাহিদ ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান রানা, আবু নাসের মিলন, মোসাম্মাৎ মাহবুবা আরজু, সাহিদা পারভীন, কায়েদুজ্জামান এবং আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর হোসেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জর্জিয়া আওয়ামী লীগের দুই সাবেক সভাপতি দিদারুল আলম গাজী ও এম মওলা দিলু, আওয়ামী লীগের উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী, হুমায়ুন কবির কাওসার, নেহাল মাহমুদ, আহমাদুর রহমান পারভেজ, মোহন জব্বার, উত্তম দে, নজরুল ইসলাম, এ এইচ রাসেল, মোশারফ হোসেন, আবু তালুকদার, মিনহাজুল ইসলাম বাদল, মোহাম্মদ আলী সজল, সৈয়দ মুরাদ, বোরহান উদ্দিন আহমেদ, অভিষেক, মাহবুব সাগর, সোহরাব হোসেন আজিজুর রহমান ও মারুফ ভূঁইয়া।

অন্যদিকে জর্জিয়ার সেবা লাইব্রেরির তত্ত্বাবধানে স্থানীয় বার্কমার হাই স্কুল মিলনায়তনে ভাষা শহীদদের সম্মানে ফুল দেন প্রবাসীরা।

এ আয়োজনে শ্রদ্ধাঞ্জলি দেয়- সেবা লাইব্রেরি, জর্জিয়া বিএনপি, বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া, মানচিত্র ফাউন্ডেশন, ডিসিআই জর্জিয়া চ্যাপ্টার, আটলান্টা কালচারাল সোসাইটি, বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, আটলান্টায় অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ফোবানা সম্মেলনের আয়োজক গোষ্ঠী, বাংলাদেশ স্পোর্টস ফাউন্ডেশন অব জর্জিয়া ও বাংলাধারা।

এছাড়া উভয় অনুষ্ঠানে একুশের কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!