লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসে শহীদ দিবস পালিত

প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস।

শায়মা জাহান তিথি, লিবিয়া থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2018, 04:16 AM
Updated : 23 Feb 2018, 09:20 AM

স্থানীয় সময় বুধবার দেশটির ত্রিপলিতে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে এ কর্মসূচিতে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

অনুষ্ঠানে ত্রিপলিতে বসবাসরত বাংলাদেশ কমিউনিটি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও প্রবাসী নাগরিকরা উপস্থিত ছিলেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!