সিঙ্গাপুরে ভাষা শহীদ স্মরণে কবিতা প্রতিযোগিতা

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা প্রতিযোগিতার আয়োজন করেছেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা।

এম ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2018, 05:27 AM
Updated : 23 Feb 2018, 09:23 AM
স্থানীয় সময় রোববার দেশটির বুগিজ শহরের আর্টিস্টি হলরুমে ‘নিউক্লিয়াস কবিতা প্রতিযোগিতা সন্ধ্যা ২০১৮’ শিরোনামে এতে পাঁচটি দেশের তেরোজন কবি অংশ নেন।

প্রবাসী কবি সৈয়দুর রহমান লিটনের সঞ্চালনায় এতে বিচারক ছিলেন সিঙ্গাপুরের কবি এনজি ইউ সিয়াং ও কবি এরিক টেনসে ভেল।

প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ইন্দোনেশিয়ার কবি মিখান সেরি বেন্ডার।

দ্বিতীয় হয়েছেন চারজন। তারা হলেন- বাংলাদেশের এম এ সবুর, সিঙ্গাপুরের চেয়েন্নি আলেক্সান্দারিয়া ফিলিপস, ফিলিপাইনের বেলেন এসপোসো ও ইন্দোনেশিয়ার ইউলিয়া এন্ডাং।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গান ও নাচে অংশ নেন মাইগ্রেন্ড ব্যান্ড সিঙ্গাপুর, নূর আসায়িফা গ্রুপ, আমিক টাসলিম এবং জাকোরা ও তার দল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!