জাপানে প্রবাসীদের পিঠা উৎসব

জাপানের টোকিওতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মাহবুব মাসুম, জাপানের টোকিও থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2018, 08:05 AM
Updated : 19 Feb 2018, 08:06 AM

স্থানীয় সময় রোববার টোকিও শহরের পাশে সাইতামা প্রিফেকচারের গামো কশিগায়া সিটি হলে এ পিঠা উৎসব আনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবের পাশাপাশি আয়োজন করা হয় জাপানে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের বাংলা বলার আসর ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা।

আয়োজকরা জানান, প্রবাসে অবস্থিত বাংলা ভাষাভাষি মানুষের মাঝে নিজেদের ঐতিহ্যকে ধারণ ও লালন করতেই এ আয়োজন করা হয়েছে। এছাড়া প্রবাসী বাঙালিদের মনকে একটু চাঙ্গা করতে ভাবের আদান-প্রদান, পরিচয় আর অড্ডার সুযোগ করে দেওয়া হয়েছে এ আয়োজনের মধ্য দিয়ে।

পিঠা উৎসবে বাছাই করে তিনটি স্টলকে সেরা স্টলের পুরস্কার দেওয়া হয়। আয়োজনের সার্বিক সহযোগিতা করেছে ইসলামিক মিশন জাপান।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবে ভাপা পিঠা, পুলি পিঠা, খোলা চিতই, দুধ চিতই, ডিম চিতই, ঝাল কুলি, পায়েস, নাড়ু, গড়গড়ি পিঠা, ক্ষীরে ভরা পাটি সাপটা, কলার পিঠাসহ তেলে ভাজা নানার রঙের পিঠা আর দেশিয় সমোচা-সিংগারা স্থান পায়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!