আবুধাবিতে বাংলাদেশ মহিলা সমিতির বিজয় দিবস পালন

বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৪৬ বছর পূর্তি ও বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ মহিলা সমিতি আবুধাবি শাখা।

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2017, 10:43 AM
Updated : 17 Dec 2017, 10:43 AM

শনিবার স্থানীয় সময় রাতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দেশের গানের আয়োজন করে সংগঠনটি।

এতে প্রধান অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

আয়োজক সংগঠনের সভাপতি ও রাষ্ট্রদূতের স্ত্রী জাকিয়া হাসনাত ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক পপি রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুলসহ দূতাবাসের কর্মকর্তা, মহিলা সমিতির সদস্য ও কমিউনিটি নেতা-কর্মীরা।

আয়োজক সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক আনজুমান আরা শিল্পীর পরিচালনায় ও সমিতির সদস্যদের অংশগ্রহণে পরিবেশিত হয় দেশের গান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!