আমিরাতে বাংলাদেশি প্রকৌশলীদের সম্মিলনী

আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতিদের ২৭তম বার্ষিক সম্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

লুৎফুর রহমান, দুবাই থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2017, 04:35 AM
Updated : 19 Nov 2017, 04:35 AM

স্থানীয় সময় শুক্রবার আরব আমিরাতের দুবাইয়ের মেরিওট জাদাফ পাঁচতারা হোটেলে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আই ই বি), দুবাই ওভারসিজ চ্যাপ্টার এবং দুবাই ও উত্তর আমিরাতে বাংলাদেশি প্রকৌশলী ও স্থপতি সমিতির উদ্যোগে এ সম্মেলনে অংশ নেয়।

প্রকৌশলী মোহাম্মদ ওসমান গনির সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি প্রকৌশলী আব্দুস সালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কমার্শিয়াল কাউন্সিলর এ কে এম রফিক আহমদ। 

অনুষ্ঠানের শুরুতে কোরআন পাঠ করেন প্রকৌশলী মইনুল ইসলাম। 

স্বাগত বক্তব্য দেন প্রকৌশলী জাহাঙ্গীর আজীজ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকৌশলী আবু জাফর, প্রকৌশলী মশিউর রহমান ও প্রকৌশলী হারুন অর রশীদ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রকৌশলী এস এ মোরশেদের উপস্থাপনা ও পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে প্রকৌশলী ও তাদের পরিবারের সদস্যরা গান, কবিতা আবৃত্তি ও নাটিকা পরিবেশন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!