মক্কার বৈধ বাসিন্দা যারা এর আগে কখনও হজ করেননি, তারাই এই প্যাকেজে হজের সুযোগ পাবেন।
Published : 29 May 2024, 12:36 PM
অবৈধ উপায়ে হজে অংশ নেওয়া ঠেকাতে মক্কার বাসিন্দাদের জন্য সংক্ষিপ্ত পরিসরে হজের সুযোগ দেওয়ার কথা ভাবছে সৌদি আরব সরকার।
স্বল্প খরচের এই প্যাকেজে মক্কায় বসবাসরত সৌদি নাগরিক এবং বৈধ অভিবাসী যারা এর আগে কখনও হজ করেননি, তারাই কেবল হজের সুযোগ পাবেন।
সৌদি সংবাদমাধ্যম আল-ওয়াতানের বরাতে গালফ নিউজ জানিয়েছে, প্রিপেইড এ প্যাকেজের সুবিধাভোগীরা আরাফাতের ময়দান এলাকায় আগে থেকেই অবস্থান করতে পারবেন না। তারা নির্দিষ্ট জায়গায় সমবেত হবেন এবং জোহরের নামাজের পর বাসে করে তাদের নেওয়া হবে আরাফাতের ময়দানে। সেখানে তারা বাসের ভেতরেই অবস্থান করবেন।
এরপর তাদের নেওয়া হবে মুজদালিফায়। সেখানে তারা নুড়ি পাথর সংগ্রহ করবেন এবং মীনায় শয়তানের উদ্দেশে নিক্ষেপ করবেন। যাদের মীনায় থাকার জায়গা নেই, তারা চাইলে মক্কায় নিজ বাড়িতেই অবস্থান করতে পারবেন।
মুসলমানদের বিশ্বাস অনুযায়ী, আদি পিতা আদম ও আদি মাতা হাওয়া পৃথিবীতে পুনর্মিলনের পর আরাফাতের ময়দানে এসে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছিলেন। ১৪ শ’ বছরের বেশি সময় আগে এখানেই ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (স.) দিয়েছিলেন তার বিদায় হজের ভাষণ।
এই আরাফাতে উপস্থিত না হলে হজের আনুষ্ঠানিকতা পূর্ণাঙ্গ হয় না। তাই হজে এসে যারা অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরও অ্যাম্বুলেন্সে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হয় স্বল্প সময়ের জন্য।
হজযাত্রীরা ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করেন। রীতি অনুযায়ী, জিলহজ মাসের নবম দিনটি আরাফাতের ময়দানে অবস্থান করে ইবাদতে কাটানোই হল হজ। এদিন সূর্যাস্তের পর হজযাত্রীরা রওনা হন মুজদালিফার পথে। সেখানে মাগরিব ও এশার নামাজ পড়ে পাথর সংগ্রহ করেন। সেখান থেকে মীনায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করেন। এরপর কোরবানি দিয়ে ইহরাম ত্যাগ করেন এবং সবশেষে কাবা শরিফকে বিদায়ী তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয় হজের আনুষ্ঠানিকতা।
তবে মক্কাবাসীর জন্য ঘোষিত প্যাকেজে এসব বিশদ আনুষ্ঠানিকতার সুযোগ নেই। প্যাকেজটির বিষয়ে সৌদি আরবের হজ মন্ত্রণালয় কর্তৃপক্ষের বক্তব্য জানতে পারেনি গালফ নিউজ।