Published : 15 Apr 2025, 10:07 PM
বাংলা নববর্ষ উপলক্ষ্যে জার্মানির হামবুর্গ শহরে বইমেলার আয়োজন করেছেন বাংলাদেশিরা।
স্থানীয় প্রবাসী সংগঠন ‘বাংলার পার্বণ’-এর উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশ নেন জার্মানিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি ও সাহিত্য-সংস্কৃতিমনস্ক জার্মান নাগরিকরা।
উত্তর মধ্য জার্মানির শহর হামবুর্গে সোমবার দিনব্যাপী এই আয়োজনে মিলিত হন শতাধিক প্রবাসী। সুর, সাহিত্য ও স্বাদে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ।
বৈশাখ উদযাপনের পাশাপাশি আয়োজনের মূল আকর্ষণ ছিল বইমেলা। মেলায় স্থান পায় বাংলাদেশ ও প্রবাসী লেখকদের বই, ছোটদের রঙিন গল্পগ্রন্থ এবং নানা বিষয়ের ওপর প্রকাশিত সাহিত্যকর্ম।
বাংলা ভাষার বইয়ের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রিক এই মেলায় অংশ নেয় একাধিক প্রকাশনা সংস্থা। শিশুদের জন্য ছিল আলাদা কর্নার, কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা।
একইসঙ্গে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয় বাংলা নববর্ষ ১৪৩২। অনুষ্ঠানে ছিল বৈশাখী মেলা, সাংস্কৃতিক পরিবেশনা, নাচ, গান ও কবিতা আবৃত্তি। অংশগ্রহণকারীরা ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে— নারীরা শাড়ি ও পুরুষরা পাঞ্জাবি পরে তুলে ধরেন বাংলা নববর্ষের উৎসবধর্মী রূপ।
অনুষ্ঠানস্থলে বসে নানা ধরনের বাঙালি খাবারের স্টল। ফুচকা, ঝালমুড়ি, চটপটি, রসমালাই, জিলাপিসহ বাহারি ঐতিহ্যবাহী খাবারে জমে ওঠে স্বাদের আয়োজন।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা মৃদুল রায় বলেন, “বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে থেকেও আমরা চেষ্টা করছি বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিকে ধারণ ও লালন করতে। এই আয়োজন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের আত্মপরিচয়ের সঙ্গে এক নিবিড় মেলবন্ধন।”
প্রবাসে বাংলা সংস্কৃতির এমন আয়োজনে হামবুর্গে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সৃষ্টি হয় মিলনের আবহ এবং সংস্কৃতিচর্চার প্রতি উৎসাহ।