গত মাসে ইতালি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট সেবা চালুর ঘোষণা দেন।
Published : 26 Aug 2023, 10:34 AM
ইতালির রাজধানী রোমের পর এবার বাণিজ্যিক শহর মিলানে প্রবাসী বাংলাদেশিদের জন্য ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট) সেবা চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস।
স্থানীয় সময় বৃহস্পতিবার কনস্যুলেট জেনারেল অফিসের হলরুমে আয়োজিত এক সভায় কনসাল জেনারেল এম জে এইচ জাবেদকে সঙ্গে নিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন রাষ্ট্রদূত শামীম আহসান।
উদ্বোধনী দিনে ৬ সেবাপ্রার্থীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট বা আবেদন রশিদ দেওয়া হয়।
ই-পাসপোর্ট নিয়ে বাংলাদেশ থেকে ইতালিতে আসার পর তা হারিয়ে ফেলেছিলেন প্রবাসী জসিম হোসেন। তিনি বলেন, “এখানকার দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু ছিল না বলে পাসপোর্ট আর নবায়ন করতে পারিনি। এজন্য কর্মক্ষেত্র থেকে শুরু করে প্রায় প্রতিটি সেক্টরেই আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে। এখন দ্রুত সময়ের মধ্যে ই-পাসপোর্টটি হাতে পেয়ে গেলে ঝামেলা থেকে মুক্তি পাবো।”
জসিম জানান, ই-পাসপোর্টের অভাবে কয়েকশ বাংলাদেশি দেশটিতে এতোদিন বৈধ হতে পারেনি। বিভিন্ন সময় লিবিয়াসহ নানা দেশ থেকে ইতালিতে পালিয়ে প্রবেশ করার সময় অনেকেই পাসপোর্ট হারিয়ে ফেলে। পরবর্তীতে বৈধ হওয়ার সাময়িক সুযোগ পেলেও পাসপোর্ট না থাকায় অনেকেই সমস্যায় ভুগছিলেন।
ইতালি সফরে গত ২৫ জুলাই রোমে নাগরিক সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের জন্য ই-পাসপোর্ট সেবা চালুর ঘোষণা দেন। তারপরই রোমে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা চালু হয় এবং এক মাসের ব্যবধানে এবার মিলানে এ সেবা চালু হল।