১৭ জুলাই মিশিগান বাংলা প্রেস ক্লাবের এক মতবিনিময় সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারী 'সরকারবিরোধী বক্তব্য' দেন বলে তাদের অভিযোগ।
Published : 26 Jul 2022, 11:56 AM
সরকারের সমালোচনা করায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল ফজল আনসারীকে যুক্তরাষ্ট্রের মিশিগানে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় আওয়ামী লীগ।
রোববার বিকেলে হ্যামট্রামিক শহরে এ সমাবেশ করে মিশিগান আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনগুলো।
এতে সভাপতিত্ব করেন মিশিগান মহানগর আওয়ামী লীগ সভাপতি আব্দুস শাকুর খান মাখন। যৌথভাবে সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুতালিব ও স্টেট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু মুসা।
আব্দুস শাকুর খান মাখন অভিযোগ করে বলেন, “১৭ জুলাই হ্যামট্রামিকে মিশিগান বাংলা প্রেস ক্লাবের এক মতবিনিময় সভায় সরকারবিরোধী বক্তব্য দেন মুশফিকুল ফজল আনসারী। অনুষ্ঠানে উপস্থিত মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ চাঁন প্রতিবাদ করলে সেখানে থাকা বিএনপি নেতা-কর্মীরা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।”
সভায় আরও বক্তব্য দেন মিশিগান স্টেট আওয়ামী লীগ সভাপতি ফারুক আহমদ চাঁন, মুক্তিযোদ্ধা সফিকুল ইসলাম, জাবেদ চৌধুরী, মিশিগান বঙ্গবন্ধু পরিষদ সভাপতি আব্দুল আহাদ, স্থানীয় যুবলীগ সভাপতি আজিজ সুমন, সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ, ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক কাজী মামুন।
এদিকে এ ঘটনায় মিশিগান প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ শাহেদুল হক ও সাধারণ সম্পাদক মোস্তফা কামাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘১৭ জুলাই প্রেস ক্লাবের মতবিনিময় সভায় অতিথি বক্তা জাস্টনিউজ সম্পাদক মুশফিকুল ফজল আনসারীর বক্তব্য উনার একান্তই নিজের। এর সঙ্গে প্রেস ক্লাবের কোনো সম্পর্ক নেই।’