‘উদীচী স্কুল অফ আর্টস অ্যান্ড কালচার’ নামে এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ফেডারেল সরকারের নিবন্ধন সম্পন্ন করেছে।
Published : 29 May 2024, 12:26 AM
কানাডায় বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির শিক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে স্কুল উদ্বোধন করেছে উদীচী শিল্পীগোষ্ঠী।
রোববার টরন্টোতে ‘উদীচী স্কুল অফ আর্টস অ্যান্ড কালচার’ নামে এ প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি বেলায়েত হোসেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, ইতোমধ্যে স্কুলটি ফেডারেল সরকারের নিবন্ধন সম্পন্ন করেছে।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি সুভাষ দাশ প্রধান অতিথি বেলায়েত হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে শুভেচ্ছা বক্তব্য দেন সৌমেন সাহা, দুলাল পাল, তাপস কর্মকার, কাবেরী দত্ত, শহিদুল ইসলাম মিন্টু, আজফার সৈয়দ ফেরদৌস, নাসির-উদ-দুজা, বিপ্লব কর, শংকর দে, শিপ্রা চৌধুরী, কাজী জহির উদ্দিন, শেখর গোমেজ, মমতাজ মমতা, আজিজুল মালিক, জয় দাশ, তাজউদ্দীন আহমেদ ও শেখ শাহনেওয়াজ প্রমুখ।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন কানাডা উদীচীর সাধারণ সম্পাদক মিনারা বেগম।
উদীচী জানায়, ‘২৫ বছর আগে উদীচী কানাডার যাত্রা শুরু হয়। তখন থেকেই বিদেশের মাটিতে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখার জন্য এরকম একটি প্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন ছিল, যার বাস্তব প্রতিফলন এখন চোখের সামনে’।