আওয়ামী লীগের ফরম নিলেন রাষ্ট্রপতির ছেলে, ব্যারিস্টার সুমন

হবিগঞ্জ-৪ আসন থেকে প্রার্থী হতে ক্ষমতাসীন দলের মনোনয়ন ফরম তুলেছেন আলোচিত আইনজীবী সায়েদুল হক সুমনও।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 09:03 AM
Updated : 19 Nov 2023, 09:03 AM

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মোহাম্মদ আরশাদ আদনান।

আগামী ৭ জানুয়ারির ভোটে পাবনা-৫ আসন থেকে নৌকা প্রতীক চান তিনি।

রোববার বেলা সাড়ে ১১টায় ২৩, বঙ্গবন্ধু আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

রাজশাহী বিভাগের মনোনয়ন বিক্রির দায়িত্বপ্রাপ্ত নেতা ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য ওয়ালিউর রহমান বুলেট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানান।

হবিগঞ্জ-৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন হাই কোর্টের আলোচিত আইনজীবী সায়েদুল হক চৌধুরী সুমন। তিনি গত সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন।

জ্যেষ্ঠ নেতাদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ এদিন দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে চট্টগ্রাম-৭ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পরে তিনি সাংবাদিকদের বলেন, "গত তিনবার আমাদের দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে আমার উপর আস্থা রেখেছেন। আমার নির্বাচনী এলাকার জনগণ আমাকে নির্বাচিত করেছে। এবারে যদি দল আমাকে মনোনয়ন দেয়। তাহলে আমি জনগণের জন্য আবারও কাজ করার সুযোগ পাব।”

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্ত আবারও এ আসনে প্রার্থী হতে দলের মনোনয়ন ফরম নিয়েছেন। 

সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুর পর ২০১৭ সালের উপ নির্বাচনে প্রথমবার এ আসনের এমপি হন তার স্ত্রী জয়া। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনেরও আওয়ামী লীগ তাকেই মনোয়ন দেয়। ভোটে জিতে টানা দ্বিতীয় মেয়াদে এমপি হন জয়া। 

এবার একই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। 

সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ কমিটির সদস্য সামসুল কবির রাহাত জানান, চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।" 

আবদুল্লাহ আল মাহমুদ শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য। 

ফরম বিক্রির দ্বিতীয় দিন সকাল ১০টা থেকৈ বিকাল ৪টা পর্যন্ত ১২১২টি মনোনয় ফরম বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

এর মধ্যে ১১৯০ জন সরাসরি আওয়ামী লীগ কার্যালয়ে এসে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আর অনলাইনে ৩২ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দ্বিতীয় দিনে ফরম বিক্রি করে মোট ৬ কোটি ৬ লাখ টাকা আয় হয়েছে বলে জানান বিপ্লব বড়ুয়া।

এদিন সকাল থেকে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে ঢুকতেও পারেননি। পরে তিনি বিরক্ত হয়ে ফিরে যান।

মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন শনিবার এক হাজার ৭৪টি ফরম বিক্রি হয়। দলীয় সভাপতি শেখ হাসিনার নামে ফরম তোলা হয় গোপালগঞ্জ-৩ আসন থেকে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের জন্য ফরম তোলা হয় নোয়াখালী-৫ আসনের জন্য।

প্রথম দিন আলোচিত আরও যারা ফরম নিয়েছেন তাদের মধ্যে আছেন ক্রিকেটার সাকিব আল হাসান মাগুরা-১ ও ২ এবং ঢাকা-১০ আসন থেকে প্রার্থী হতে চাইছেন।

চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রার্থী হতে চাইছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ফরম তুলেছেন ঢাকা-৬ ও ৮ আসন থেকে।

চট্রগ্রাম বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপ কমিটির সদস্য জিয়াউদ্দিন সিপু বলেন, "চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির ভাই গতকাল আমাদের কাছ থেকে চট্রগ্রাম -৯, ১০ ও ১১- এই তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।"

সাংবাদিক নঈম নিজাম কুমিল্লা-১০ আসন থেকে এবং সাবেক আমলা আলাউদ্দিন নাছিম ফেনী -২ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলেও জানিয়েছেন সিপু।

ফরম বিক্রি ও জমা দেওয়ার এই কার্যক্রম চলবে আগামী মঙ্গলবার বিকাল চারটা পর্যন্ত। এরপর পরে সেগুলো বিচার বিশ্লেষণ করে মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের মনোনয়ন বোর্ড।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছিল, সেসব আসনেও মনোনয়ন ফরম বিক্রি করছে আওয়ামী লীগ। শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্ত পরে হবে বলেও জানান ক্ষমতাসীন দলের নেতারা।

এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের দাম ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে।

আগামী ৭ জানুয়ারি ভোটের দিন নির্ধারণ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর।