জাতীয় পার্টির মনোনয়ন ফরম বিক্রি শুরু

সাক্ষাৎকার গ্রহণ শেষে আগামী ২৮ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2023, 01:38 PM
Updated : 20 Nov 2023, 01:38 PM

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি।

সোমবার বেলা ১২টায় বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে মোনাজাতের মধ্য দিয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এসময় সেখানে জাপা চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নসহ প্রেসিডিয়াম সদস্যরা উপস্থিত ছিলেন।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফরম বেচবে দলটি। মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

মুজিবুল হক চুন্নু বলেন, “আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন একটা শিডিউল ঘোষণা করেছে। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আমরা আশা করেছি, একটা আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে। দেশের মানুষ সে নির্বাচনে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবে। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে।

“আমরা সেই নির্বাচনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছি। নির্বাচনে যাওয়ার জন্য প্রাথমিক কাজগুলোর সর্বশেষ হলো মনোনয়ন ফরম বিক্রি। আমাদের পার্লামেন্টারি বোর্ড প্রার্থী বাছাই করবে, তারপর প্রার্থী চূড়ান্ত হবে।”

এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, “আমরা নির্বাচনি প্রক্রিয়ায় আছি, আমরা নির্বাচনের প্রক্রিয়া আরম্ভ করেছি। কিন্তু এটাই আমাদের নির্বাচনে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা একটা পরিবেশ আশা করেছিলাম যে- নির্বাচন সুষ্ঠু হবে, সেই আস্থা এখনও পুরোপুরি আসে নাই। 

“নির্বাচনে যাওয়ার জন্য যা করতে হয়, তা আমরা করছি। খুব শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। মহাজোটে নয়, এবার এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে জাতীয় পার্টি। নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, ভোটাররা যেন নিজের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে কেন্দ্রে এসে- এমন আস্থা যাতে সৃষ্টি হয়, আমরা সংশ্লিষ্ট মহলকে সেই অনুরোধ জানাই।”

প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ ২৮ নভেম্বর

৭ জানুয়ারি ভোটের তারিখ দিয়ে বুধবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল যে তফসিল ঘোষণা করেছেন, তাতে তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ রেখেছেন ৩০ নভেম্বর। তার আগেই জাতীয় পার্টিকে প্রার্থী বাছাই করে ফেলতে হবে।

দলটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মনোনয়ন ফরম বিক্রি শেষে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে ২৪ নভেম্বর, যা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।  তার পরদিন প্রার্থী চূড়ান্ত করে তালিকা প্রকাশ করা হবে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই বিভাগ করে সাক্ষাৎকার নেবে জাতীয় পার্টি।

  • ২৪ নভেম্বর: রংপুর ও রাজশাহী বিভাগ

  • ২৫ নভেম্বর: খুলনা ও বরিশাল বিভাগ

  • ২৬ নভেম্বর: ঢাকা ও ময়মনসিংহ বিভাগ

  • ২৭ নভেম্বর: চট্টগ্রাম ও সিলেট বিভাগ

Also Read: জাতীয় পার্টি মনোনয়ন ফরম বেচবে সোমবার থেকে