শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা মোদীর

বুধবার জীবনের ৭৫ তম বছর পূর্ণ করলেন শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2022, 06:13 PM
Updated : 28 Sept 2022, 06:13 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার এক টুইটে ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।”

টুইটে শেখ হাসিনার জন্য মোদীর পাঠানো ফুলের তোড়ার পাশাপাশি প্রতিবেশী দুদেশের প্রধানমন্ত্রীর একটি পুরোনো ছবি যুক্ত করেছে হাই কমিশন।

ফুলের তোড়ায় যুক্ত করা বার্তায় মোদী বলেন, “আপনার জন্মদিনে শুভেচ্ছা ও শুভকামনা।“

বুধবার জীবনের পঁচাত্তর বছর অতিক্রম করেছেন সরকার প্রধান শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুননেছা মুজিবের প্রথম সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন।

পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সময় বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা।

পরে বিপদসঙ্কুল পথ পাড়ি দিয়ে দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরেন শেখ হাসিনা। ১৯৯৬ সালে প্রথম প্রধানমন্ত্রী হন। এরপর ২০০৯ সাল থেকে টানা প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন বঙ্গবন্ধুকন্যা।

Also Read: শেখ হাসিনার ৭৫ বছর পূর্ণ