সংঘাতে উসকানি দিচ্ছে বিএনপি: ওবায়দুল কাদের

“আমাদের উপর হামলা হলে কী করতে হবে, সেটা উদ্ভূত পরিস্থিতি বলে দেবে।”

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2022, 04:33 PM
Updated : 26 Sept 2022, 04:33 PM

কর্মসূচিতে হামলার অভিযোগ বিএনপি করে এলেও সংঘাতের জন্য উল্টো তাদের দুষেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, “পুলিশের ভয়ে নিজেরাই ইট-পাটকেল ছুড়ে উসকানি দেন, পুলিশ তখন নীরবে বসে থাকবে?”

সোমবার বিকালে দলের ঢাকার কদমতলী থানা ও ধানাধীন ওয়ার্ড সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

বিএনপি অভিযোগ করে আসছে, তাদের কর্মসূচি পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা হামলা চালাচ্ছে।

সেই অভিযোগ প্রত্যাখ্যান করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি বারবার একটা বাজে কথা বলে যে, আওয়ামী লীগ নৈরাজ্য চায়, অশান্তি চায়।

“অশান্তি আর নৈরাজ্য হলে তো ক্ষতি আমাদের, যেহেতু ক্ষমতায় আমরা। আমরা ক্ষমতায় থেকে নৈরাজ্য করব কেন? আমরা ক্ষমতায় থেকে অশান্তি করব কেন? আমরা রাজনীতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই।”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “আমাদের নেত্রী বার বার বলে দিয়েছেন, আওয়ামী লীগ আমরা সংযমী হব। আমরা কারও সভা-সমাবেশে হামলা করব না, আমরা কারও বাড়ি ঘরে হামলা করব না, আমরা সতর্ক থাকব।

“আমাদের উপর হামলা হলে কী করতে হবে, সেটা উদ্ভূত পরিস্থিতি বলে দেবে।”

বিএনপি উভয় সঙ্কটে আছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, “বিএনপি বলছে, শেখ হাসিনার প্রতি তাদের আস্থা নেই। এই দেশে যারা ১৫ ফেব্রুয়ারি মার্কা প্রহসনমূলক নির্বাচন করেছেন, তাদের শেখ হাসিনার প্রতি আস্থা রাখার কোনো দরকার নেই।

“বিএনপি এখন উভয় সঙ্কটে, বিএনপির এখানে জ্বলে কুমির ডাঙ্গায় বাঘ। বিএনপির সামনে বিপদ আন্দোলনেও, বিপদ নির্বাচনেও। কে হবে নেতা? কে হবে প্রধানমন্ত্রী? ২২ দলীয় জোট, জগাখিচুড়ি জোট গতবারও হয়েছে, ভেঙে গেছে খান খান হয়ে।”

বিএনপির ‘ছোট’ সমাবেশ হলেও সংবাদপত্রে বড় করে ছবি ছাপা হয়, কিন্তু আওয়ামী লীগের ‘বড়’ সমাবেশের ছবিও ছাপা হয় না বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের।

“এতে মানুষের ঢল নেমেছে কদমতলীতে। এই ছবি কোনো পত্রিকায় দেখবেন না। আর ফখরুল সাহেবরা যে মিটিং করে, এগুলো কি এর চেয়ে বড় হয়? উনাদের অনেক বড় বড় ছবি ছাপে, আওয়ামী লীগের ছাপে না, এটা আমাদের দুর্ভাগ্য।”

তবে এসব নিয়ে না ভেবে আদর্শ নিয়ে রাজনীতি করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

নিজেদের মধ্যে কলহ হলে কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “সবাই শৃঙ্খলা বজায় রাখবেন। কোনো উচ্ছৃঙ্খল কর্মীদের আমাদের প্রয়োজন নেই। যেই কর্মী দলের নিয়ম মানে না, তার আমার প্রয়োজন নেই। দলীয় শৃঙ্খলা মেনে দল করতে হবে।

“যেখানেই কলহ, সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা কাউকে ছাড় দেব না। এটাই এই দলের নিয়ম, এটাই মেনে চলতে হবে।”

“আপনারা যদি সুশৃঙ্খল থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, বিএনপি যত লাফালাফি করুক, যত তাফালিং করুক, কোনো লাভ হবে না। আওয়ামী লীগের ঐক্যবদ্ধ শক্তির কাছে বিএনপি হারবেই,” বলেন তিনি।