মোহাম্মদপুরে একটি বাসা থেকে রাতে মজিবুরকে ধরে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন রিজভী।
Published : 03 Nov 2023, 10:53 AM
বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ারকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মোহাম্মদপুরে একটি বাসা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে গোয়েন্দা পুলিশ তাকে ধরে নিয়ে যায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
মজিবুরের পরিবারের বরাতে রিজভী বলেন, “তাকে গভীর রাতে তুলে নিয়েছে সাদা পোশাকের পুলিশ সদস্যরা। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তবে বিষয়টি নিয়ে পুলিশের ভাষ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।
সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে গুলশানের একটি বাসা থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে আটক করা হয়। গুলশানের আরেকটি বাসা থেকে মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনকেও আটকের খবর পাওয়া যায়।
সরকার পতনের ‘এক দফা’ আন্দোলনে থাকা বিএনপির গত ২৮ অক্টোবর নয়া পল্টনে সমাবেশের দিনে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশ হত্যাসহ একাধিক অভিযোগে গত কয়েকদিনে গ্রেপ্তার হয়েছেন একাধিক নেতাকর্মী।
আমীর খসরু মাহমুদ ও জহির উদ্দিন স্বপন ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জম হোসেন আলাল ও আরেক নেতা আমিনুল হকসহ দলের শীর্ষ নেতারা গ্রেপ্তার হচ্ছেন।
জাতীয় নির্বাচনের আগ দিয়ে একাধিক মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনায় দলকে ‘নেতৃত্ব শূন্য ও আন্দোলন দমানোর কৌশল’ হিসেবে দেখছে বিএনপি।