হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
Published : 07 Jan 2023, 11:49 PM
জিয়াউর রহমানের সরকারের সময়কার মন্ত্রী ও সাবেক রাষ্ট্রদূত হাবিবুল্লাহ খান মারা গেছেন।
শনিবার সন্ধ্যায় ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
হাবিবুল্লাহ খানের সহধর্মিনী সালমা খান ২০২২ সালের জুলাইতে মারা যান।
সালমা খানের ভাতিজি বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী জানান, হাবিবুল্লাহ খানের একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হুমানা খান দেশে ফেরার পর তার জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে।
হাবিবুল্লাহ খান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মন্ত্রিসভায় তথ্য ও পাটমন্ত্রী ছিলেন। তিনি ১৯৭৯ সালে জাতীয় সংসদে তৎকালীন কুমিল্লা ৫ (বর্তমানে ব্রাক্ষণবাড়িয়া ৫) আসন থেকে ধানের শীষ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
হাবিবুল্লাহ খান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। তার স্ত্রী নারী অধিকার কর্মী সালমা খান প্রথম এশীয় হিসেবে জাতিসংঘের সিডও (নারীর বিরুদ্ধে সব ধরনের বৈষম্য বিলোপ সংক্রান্ত সনদ) কমিটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্বেও ছিলেন।
হাবিবুল্লাহ খানের জন্ম ১৯৩৫ সালে ব্রাক্ষণবাড়িয়ার নবীনগরে।
তার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন শোক প্রকাশ করেছেন।