কারাগারে যাওয়ার পাঁচ দিনের মাথায় জামিনে মুক্ত হাফিজ

গত ৫ মার্চ সকালে রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠানো হয় বিএনপি নেতাকে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2024, 02:58 PM
Updated : 10 March 2024, 02:58 PM

কারাগারে যাওয়ার পাঁচ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ।

রাজধানীর গুলশান থানায় করা নাশকতার মামলায় আপিলের শর্তে রোববার তাকে জামিন দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী।

সেই আদেশ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে দিনে দিনে। কারাগার থেকে বের হওয়ার পর ভোলায় নির্বাচনী এলাকার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়।

হাফিজ রাত আটটার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭টায় মুক্তি পেয়েছি। এখন বাসায় যাচ্ছি।”

গত ৫ মার্চ সকালে রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নাকচ করে কারাগারে পাঠানো হয় বিএনপি নেতাকে।

গত ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের আগে চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে যান হাফিজ। তবে তার এই যাত্রা নির্বিঘ্ন ছিল না। প্রথমে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয় তাকে। পরে উচ্চ আদালতের আদেশ পেয়ে তিনি দেশ ছাড়ার সুযোগ পান।

দিল্লির ফরটিস হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হয়। আড়াই মাস পর গত ৩ মার্চ দেশে ফেরার দুই দিন পর তিনি আদালতে আত্মসমপর্ণ করতে যান হুইল চেয়ারে বসে।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর দুটি ধারায় হাফজের ২১ মাসের কারাদণ্ড হয়।

বিএনপির দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনের ঘোষণার মধ্যে সাবেক এই মন্ত্রীকে নিয়ে গুঞ্জন তৈরি হয়। আওয়ামী লীগের গত সরকারের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ঘোষণা করেছিলেন, হাফিজের নেতৃত্বে নতুন দল হচ্ছে এবং তারা ভোটে যাবে।

পরে বিএনপি নেতা সংবাদ সম্মেলন করে জানান তিনি দল গঠন করছেন না। তবে তার ভোটে আসা উচিত- এমন কথাও বলেন।

২০১৪ সালের দশম জাতীয় নির্বাচন বর্জন করা ভুল ছিল, সে কথা গত এক দশকে বারবার বলেছেন হাফিজ।

আরও পড়ুন

Also Read: বিএনপির ভুল ‘অনেক’, সংস্কার দরকার: হাফিজ

Also Read: বিএনপির নির্বাচনে যাওয়া উচিত: হাফিজ

Also Read: নতুন দল গড়ার কথা ‘সঠিক নয়’: হাফিজ