রোজার প্রথম দিন বিএনপি এতিম এবং ওলামাদের জন্য ইফতার মাহফিল করেছিল।
ইউরোপীয় ইউনিয়নভুক্ত সাত দেশের কূটনীতিবিদদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
রোববার সকাল ১০টার দিকে গুলশানের এবিসি হাউজ ভবনের নবম তলায় ওই বৈঠক শুরু হয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস, জার্মানি, স্পেন, ফ্রান্স ও সুইডেনের কূটনীতিকরা রয়েছেন এই বৈঠকে।
বৈঠকে যোগ দিতে সকাল ১০টায় এবিসি হাউজে প্রবেশ করতে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি।
তবে সেখানে কী নিয়ে আলোচনা হচ্ছে, সি বিষয়ে বিএনপির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি।