গত ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মারা যান ঝর্ণা রায়।
Published : 13 Jan 2025, 05:58 PM
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের স্ত্রী প্রয়াত ঝর্ণা রায়ের শ্রাদ্ধ সম্পন্ন হয়েছে।
সোমবার দক্ষিণ কেরানিগঞ্জের মির্জাপুরে শ্রাদ্ধ অনুষ্ঠানে ঝর্ণা রায়ের প্রতিকৃতির সামনে দাড়িয়ে উপস্থিত সকলে তার আত্মার শান্তি কামনা করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।
অতিথিদের অভ্যর্থনা জানান গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায় এবং তার স্ত্রী নিপুণ রায় চৌধুরী। এরপর অতিথিদের সুকৃতি ভোজে আপ্যায়ন করা হয়।
গেল ২৯ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মারা যান ঝর্ণা রায়। তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি দুই মেয়ে এক ছেলে রেখে গেছেন।