বিএনপি নেতা সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

২০১৩ সালে হেফাজতে ইসলামের আন্দোলন চলাকালে ‘নাশকতার’ পরিকল্পনার অভিযোগে করা মামলায় ১৩ জনের এ বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2022, 10:21 AM
Updated : 7 Dec 2022, 10:21 AM

নাশকতার এক মামলায় নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় বিএনপি নেতা হাবিব-উন নবী খান সোহেলসহ ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিচারক।

ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী বুধবার এ আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন শাখার এসআই শাহ আলম জানান।

আসামিপক্ষের আইনজীবী কালাম খান বলেন, আসামিরা আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন করেছিলেন। বিচারক তা নাকচ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের আন্দোলনে ঢাকা মহানগরে অবরোধ কর্মসূচি ছিল। সেদিন মিছিল নিয়ে শাপলা চত্বরে যাওয়ার পথে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেলের বিস্ফোরণের অভিযোগ ওঠে বিক্ষোভকারীরা।

ওই ঘটনার ‘উসকানি ও নাশকতার’ পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতা হাবিবসহ ৬৯ জনের নামে  এ মামলা করেন পল্টন মডেল থানার এসআই সঞ্চয় কুমার দাস।