“তারা নির্বাচন করে প্রতীকটা নিয়ে নিয়েছে। অথচ আদালতের রায় আমরা পেয়েছি। তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছিল। তারা হেরে গেছে।”
Published : 27 Apr 2025, 10:05 PM
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ‘বটগাছ’ প্রতীক চেয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশ।
এ অংশের আমির আবু জাফর কাশেমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে মত বিনিময় করে।
গত সরকারের আমলে ‘বৈষম্যের শিকার’ হওয়ার অভিযোগ করে আবু জাফর কাশেমী সাংবাদিকদের বলেন, তাদের বিরুদ্ধে একটি দল আছে, যারা ‘পতিত’ সরকারের সময় নির্বাচন করে অনেক ‘ফায়দা লুটেছে’।
“তারা নির্বাচন করে প্রতীকটা নিয়ে নিয়েছে। অথচ আদালতের রায় আমরা পেয়েছি। তারা আমাদের বিরুদ্ধে মামলা করেছিল। তারা হেরে গেছে। এখন বটগাছ প্রতীক আমাদের প্রাপ্য। আমরা এটা নির্বাচন কমিশনকে জানানোর জন্য দরখাস্ত করেছি।”
২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত বাংলাদেশ খেলাফত আন্দোলন ‘বটগাছ’ প্রতীকে ভোট করে। বর্তমানে দলটির আমির মাওলানা হাফেজ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী ও মহাসচিব মাওলানা হাবীবুল্লাহ মিয়াজী।
‘আগে সংস্কার এবং স্থানীয় নির্বাচন’
বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের আমির আবু জাফর কাশেমী স্থানীয় নির্বাচন আগে করার পক্ষে কমিশনের কাছে মত দেওয়ার কথা বলেন।
সিইসির সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা আজকে এসেছি নির্বাচন কমিশনের সঙ্গে মতবিনিময় করতে। সেটা হল, নির্বাচন কখন হবে, কীভাবে হবে, এটা নিয়ে বিতর্ক চলছে। নির্বাচন কমিশনকে বলেছি, আগে সংস্কার হতে হবে। … সংস্কার ছাড়া গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন হবে না। আগে সংস্কার, পরে নির্বাচন এবং, নির্বাচন যেন একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সময়ের মধ্যে হয়।”
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন করারও দাবি জানায় দলটি।
কাশেমী বলেন, “আমরা চাচ্ছি, আগে স্থানীয সরকারের নির্বাচন হবে, পরে জাতীয় নির্বাচন হবে। তাহলে সুষ্ঠু নির্বাচন হবে, এবং যোগ্য লোক দেশের সেবা করার সুযোগ পাবে। ”
আগামী নির্বাচনে বাংলাদেশ খেলাফত আন্দোলন বটগাছ প্রতীকে ভোট করতে পারবে বলে আশা প্রকাশ করেন দলটির আমির।
তিনি বলেন, “আমাদের খেলাফত আন্দোলনের যে আরেক অংশ রয়েছে, তারা বিগত দিনে নির্বাচনে অংশ নিয়ে প্রতীকটা ব্যবহার করেছে। আমরা আগে নির্বাচন করিনি। এখন যেহেতু আমরা নির্বাচন করব, সেহেতু প্রতীকটা আমরা চাচ্ছি আমাদের নামে বরাদ্দ দেওয়ার জন্য।”