বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওষুধ শিল্পের নেতাদের বক্তব্য শোনেন এবং এই শিল্পের বিকাশে পাশে থাকার আশ্বাস দেন।
Published : 12 Sep 2024, 10:53 PM
দেশের বিকাশমান ওষুধ শিল্পের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিএনপির নেতারা বলেছেন, কিছু কিছু অস্থিরতা থাকলেও এখন তা কেটে গেছে; আগামীতে এই খাতের মালিক ও শ্রমিকদের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখতে সবাইকে সমর্থ দিতে হবে।
বৃহস্পতিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের নেতারা সাক্ষাৎ করেন।
বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাতে ওষুধ শিল্পের বর্তমান অবস্থা এবং শিল্পে কিছু কিছু অস্থিরতার বিষয় নিয়ে তাদের আলোচনা হয়।
বিএনপির মহাসচিব ওষুধ শিল্পের নেতাদের বক্তব্য শোনেন এবং এই শিল্পের বিকাশে পাশে থাকার আশ্বাসও দেন।
বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।
বৈঠকের পর আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘‘বাংলাদেশের ঔষধ শিল্পের ওপরে আমাদের অনেক নির্ভরশীলতা। এই শিল্পকে নিয়ে আমরা গর্ব করি। অনেক উন্নয়নশীল দেশকে বিদেশ থেকে ওষুধ আমদানি করতে হয়। কিন্তু বাংলাদেশ এমন একটি দেশ যেখানে ঔষধ শিল্পের যে বিকাশ ঘটেছে, আমাদের ৯৮ শতাংশ মানুষ এই শিল্পের ঔষধ পায়, মাত্র দুই শতাংশ আমরা আমদানি করি।”
‘‘সুতরাং আমরা এই শিল্প নিয়ে গর্বিত। এই শিল্পে বিনিয়োগ আগামীতে আরও বাড়তে থাকবে, আরও কর্মসংস্থান সৃষ্টি হবে, সার্বিক অর্থনীতিতে জিডিপির প্রবৃদ্ধিতে বড় ধরনের অবদান রাখবে।”
তিনি বলেন, ‘‘ইদানিং ঔষধ শিল্পের মধ্যে কিছুটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, যেটার সমাধানও হয়ে গেছে। আমরা আশা করব, আগামীতে শিল্পের মালিক ও শ্রমিকদের মধ্যে কোনো ধরনের অস্থিরতা যেন সৃষ্টি না হয়, কোনো ভুল বুঝাবুঝির সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে।
“আমাদের বুঝতে হবে বাংলাদেশের অর্থনীতি একটা সংকটের মধ্যে আছে, এটা আমাদের বুঝতে হবে।”
ওষুধ শিল্পের প্রতি সবার সমর্থন প্রত্যাশা করে আমীর খসরু বলেন, “এই সংকট থেকে উত্তরণ ঘটাতে হলে বিশেষ করে আমাদের বিকাশমান ঔষধ শিল্পকে সবার সমর্থন দিতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বক্তব্য যে, এই শিল্পের বিকাশ আমাদের জন্য গুরুত্বপূর্ণ।
“সুতরাং এখানে যারা আমরা সম্পৃক্ত মালিক-শ্রমিক যত স্টেকহোল্ডার আছে, সকলের একত্রিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব। আমরা মনে করি, আগামী দিনে ঔষধ শিল্প এই খাতের মালিক ও শ্রমিকদের সমন্বয়ে শক্তিশালী হবে।”
বাংলাদেশ ঔষধ শিল্প অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোক্তাদিরের নেতৃত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে সাধারণ সস্পাদক এসএম শফি উজ্জাজামান, সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ হেলালুজ্জামান, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান ও হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।