“আমাদের দেশের কিছু রাজনৈতিক দল মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশে ক্ষমতায় আসা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক”, বলেন তিনি।
Published : 30 Nov 2024, 09:01 PM
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভারতের আশীর্বাদ নিয়ে’ ফিরে আসার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
‘ভারতের আশীর্বাদ নিয়ে’ কেউ সরকার গঠন করতে পারবে না বলে মন্তব্য করে তিনি আরও বলেছেন, “কারও আশীর্বাদের আশায় না থেকে এ দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করেন।”
শনিবার বিকেলে কুমিল্লার নিজ উপজেলা মুরাদনগর সদরের ডি আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসিফ মাহমুদ।
তিনি বলেন, “আমাদের দেশের কিছু রাজনৈতিক দল মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া এ দেশে ক্ষমতায় আসা যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক।
“আপনারা যদি তাই মনে করেন, তাহলে আমি বলব, শেখ হাসিনার চেয়ে এ দেশের কারও প্রতি ভারতের আশীর্বাদ বেশি ছিল না। তারপরও ‘স্বৈরাচার’ শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। তাই ‘নতুন বাংলাদেশে’ ভারতের আশীর্বাদে নিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না।”
কুমিল্লা নামে কোনো বিভাগ হবে না বলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় যে বক্তব্য করেছিলেন সে বিষয়েও কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা। তিনি বলেন, “আমি বলে যেতে চাই, বিভাগ হলে কুমিল্লা নামেই হবে।”
বর্তমান বাংলাদেশ পরিস্থিতিতে অনেক ধরনের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক ষড়যন্ত্র হচ্ছে বলেও সতর্ক করেন উপদেষ্টা বলেন, “জাতীয় স্বার্থে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
“প্রতিটি মানুষেরই যার যার স্থান থেকে কিছু দায়িত্ব রয়েছে, আমরা যদি সবাই যার যার দায়িত্ব পালন করি, তাহলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে।”
আসিফ মাহমুদ বলেন, “যে কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় আসার মাধ্যম হচ্ছে এ দেশের জনগণ। নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে নেতৃত্ব দিতে নিজেদের প্রস্তুত করতে হবে।”
অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলামের নেতারা ছাড়াও স্থানীয় বেশ কয়েকজন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জুলাই আগস্টে নিহতদের মধ্যে কুমিল্লা জেলার ৩৫ জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়।