মুন্না বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং নয়ন সহসভাপতি ছিলেন।
Published : 09 Jul 2024, 10:53 AM
বিলুপ্তির ২৫ দিনের মাথায় জাতীয়তাবাদী যুবদলের ছয় সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বিএনপি।
মঙ্গলবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
নবগঠিত কেন্দ্রীয় আংশিক কমিটির সভাপতি হয়েছেন আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। মুন্না বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক এবং নয়ন সহসভাপতি ছিলেন।
নতুন কমিটিতে রেজাউল করিম পল সিনিয়র সহসভাপতি, বিল্লাল হোসেন তারেক ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান জুয়েল সাংগঠনিক সম্পাদক এবং নুরুল ইসলাম সোহেল দপ্তর সম্পাদকের পদ পেয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তীতে জাতীয়তাবাদী যুব দলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষিত হবে।
গত ১৪ জুন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সুলতান সালাউদ্দিন টুকু ও এম মোনায়েম মুন্নার নেতৃত্বাধীন যুব দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়।
২০২২ সালের ২২ মে টুকুকে সভাপতি ও মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি করে দেয় বিএনপি। এর ৯ মাস পর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি দেওয়া হয়।